কমিটির দ্বন্দ্বে স্থগিত ঘোষণা করা হয়েছে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ‘ভাণ্ডারিয়া বন্দর ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল।’
মঙ্গলবার (২২ এপ্রিল) উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসিন আরাফাত রানার স্বাক্ষরিত এক নোটিসে মাহফিল স্থগিতের এ তথ্য জানানো হয়।
নোটিসে বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার ঐতিহাসিক ভাণ্ডারিয়া বন্দর তাফসির ময়দানে ২২ এপ্রিল ২০২৫ রোজ মঙ্গলবার থেকে থেকে ৩০ এপ্রিল ২০২৫ রোজ বুধবার পর্যন্ত ৯ দিনব্যাপী অনুষ্ঠিতব্য তাফসিরুল কোরআন মাহফিল অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।
নোটিসে আরও বলা হয়, পরবর্তীতে উক্ত মাহফিলের তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে।
এর আগে, সোমবার (২১ এপ্রিল) বর্তমান তাফসির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি। আওয়ামী লীগসহ ১৪ দলের লোক নিয়ে তাফসির কমিটি গঠন করার অভিযোগে এ কর্মসূচি পালন করা হয়।
স্থানীয় বিএনপি নেতা ভিপি মাহমুদ হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
উল্লেখ্য, স্থানীয় ইসলামী সমাজকল্যাণ কমপ্লেক্স প্রতি বছর ৯ দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করে। এ বছর ৬৯তম বার্ষিক তাফসির মাহফিল। এবার মাহফিলে উপজেলা জেপি’র সভাপতি ও ইসলামী সমাজকল্যাণ কমপ্লেক্সের সভাপতি মনিরুল হক মনি জোমাদ্দাদের সভাপতিত্ব করার কথা এবং সে অনুযায়ী মাইকিং, পোস্টার ও ব্যানারসহ প্রচার প্রচারণা চালানো হয়েছিল।
গত ১৭ এপ্রিল উপজেলা বিএনপি (উপজেলা বিএনপির আহ্বায়ক আহমেদ সুমন সমর্থিত বিএনপি) ওই কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ-সমাবেশ করে।
আরটিভি/টি