ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

নান্দাইল থানায় হাজতিদের জন্য বুক কর্নার উদ্বোধন

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ 

মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ , ০৯:১৬ পিএম


loading/img
ছবি: আরটিভি

হাজতিদের মানসিক-বিকাশ ও হতাশা কাটাতে বিভিন্ন বই সংরক্ষণ মাধ্যমে হাজতিদের জন্য তৈরি করা হয়েছে বুক কর্নার। বিষয়টি স্বাগত জানিয়েছেন বিভিন্ন নাগরিক মহল। 

বিজ্ঞাপন

বুধবার (২২ এপ্রিল) সকালে এ কর্নারে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিনা ছাত্তার। 

বিজ্ঞাপন

তিনি আরও জানান, পবিত্র কোরআন শরীফ, হাদিস শরীফের বিভিন্ন গ্রন্থ, গল্প, উপন্যাস এর বিভিন্ন সংকলন রাখা হয়েছে এই থানার হাজতিদের জন্য। হাজতিরা অনেক সময় মানসিকভাবে বিকারগস্ত থাকেন তাদের মানসিক প্রশান্তি এনে দেবে এই বই। বই মানুষের প্রকৃত বন্ধু। মানুষের মননশীলতার উন্নয়ন ঘটায় বই। জীবনবোধের গভীরতা বাড়ায় বই। অন্ধকার থেকে আলোর পথে মানুষকে আনতে সাহায্য করে এই বই।
এছাড়া আগত হাজতিরা যেন বই পড়ে তাদের সময়টুকু কাটাতে পারে সে লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 

নান্দাইলের নাগরিক মহল বলছেন ইউএনও জনকল্যাণমুখী এবং সৃজনকাজের জন্য এ এলাকার মানুষ উচ্ছ্বসিত। 

এ সম্পর্কে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ইউএনও স্যার নিজ উদ্যোগে উপজেলা প্রশাসনের অর্থায়নে একটি বুক কর্নার স্থাপন করেন। এমন সৃজনশীল কাজের জন্য পুলিশের পক্ষ হতে কৃতজ্ঞতা জানায়। 

বিজ্ঞাপন

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |