ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

পটুয়াখালীতে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

কুয়াকাটা প্রতিনিধি, আরটিভি নিউজ 

মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ , ১০:১৪ পিএম


loading/img
ছবি: আরটিভি

পটুয়াখালীর আলীপুরে গলায় ফাঁস দিয়ে রিমি আক্তার (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে আলীপুর অগ্রণী ব্যাংকসংলগ্ন একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। 

নিহত রিমি চাঁদপুরের বাসিন্দা আ. খালেকের মেয়ে। সে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল।

বিজ্ঞাপন

নিহত রিমির মা খাদিজা বেগম জানান, আজ পরীক্ষা শেষে রিমি বাসায় এসে পরীক্ষা খারাপ হয়েছে জানায়। দুপুরের খাবার পরে খাবে বলে অন্য রুমে চলে যায়। পরে খাওয়ার জন্য ডাকাডাকির করলে কোনো সাড়াশব্দ না পেয়ে ঘর মালিককে খবর দেয়। পরে তারা গিয়ে জানালা দিয়ে দেখে সে নিচে পড়ে আছে। পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে তুলাতলী ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে মেডিক্যাল অফিসার জাহিদুল ইসলাম, কলাপাড়া উপজেলা হাসপাতালের টিএইচও ডা. জেএইচ খান লেলিনের বরাত দিয়ে মৃত ঘোষণা করেন।

মহিপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) অনিমেষ হাওলাদার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |