চট্রগ্রামের সীতাকুণ্ডে ভারতীয় নাগরিকের সঙ্গে বাল্য বিবাহের আয়োজন করার অপরাধে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার বাশঁবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ বাশঁবাড়িয়া (বাদামতল) এলাকার অরুণ বাবুর খোলা নামক স্থানে এই ঘটনা ঘটে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাশঁবাড়িয়ার বাদামতল নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়। গোপনে শান্তা নাথ নামের ১৪ বছরের এক কিশোরীর বিবাহ আয়োজনের অপরাধে আয়োজক দীপালী বালা নাথকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। আয়োজিত বিবাহের বর সুশান্ত নাথ (২৭) নামের একজন ভারতীয় নাগরিক। তিনি বিবাহ করতে বাংলাদেশে এসেছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ও সংশ্লিষ্ট ধারায় বিবাহের আয়োজক দীপালী বালা নাথকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে ১৮ বছরের আগে যেন বিবাহের আয়োজন না করে সে বিষয়ে কিশোরীর মা-বাবাসহ আয়োজক ও অভিযুক্তকে সতর্ক করা হয়। এ ছাড়া ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে বরকে (ভারতীয় নাগরিক) দেশ ত্যাগ করতে বলা হয়েছে।
আরটিভি/কেএইচ