ঢাকাসোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

সুবিপ্রবির স্থায়ী ক্যাম্পাস জেলা সদরে করার দাবিতে সংবাদ সম্মেলন

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ 

বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ , ০৯:৫৩ পিএম


loading/img
ছবি: আরটিভি

‘বৈষম্য ঘোচাতে সুষম উন্নয়নে ঐক্যবদ্ধ হোন, সোচ্চার হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা সদরে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) স্থায়ী ক্যাম্পাস করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

বিজ্ঞাপন

বুধবার (২৩) দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস জেলা সদরে বাস্তবায়ন আন্দোলনের উদ্যোগে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরী মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন কমিটির আহ্বায়ক অ্যাড. হুমায়ুন মঞ্জুর চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব মুনাজ্জির হোসেন সুজনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন শিক্ষাবিদ পরিমল কান্তি দে, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আব্দুল হক, বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন কমিটির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মহিবুল ইসলাম, অ্যাড. রবিউল লেইস রোকেস, অ্যাড. শামছুদ্দিন আহমদ, অ্যাড. মাসুক আলম, ডা. মনোয়ার আলী, অ্যাড. মাসুক আলম, অ্যাড. বজলুর রশিদ, সাংবাদিক বিজন সেন রায়, আব্দুর রব, রফিক বিন বারী, আনিসুল হক, আব্দুল আউয়াল, অ্যাড. রুহুল তুহিন, আতম মিসবাহ্, নুরুল হক আফিন্দি, স্বপন কুমার বর্মণ প্রমুখ। 

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে আন্দোলনের সদস্য সচিব মুনাজ্জির হোসেন সুজন বলেন, বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ছাত্রীনিবাস শান্তিগঞ্জে আওয়ামী লীগের কার্যালয়ে করে দেওয়ায় শিক্ষার্থীরা আতঙ্কে আছেন। আমরা অস্থায়ী ছাত্রী নিবাস অবিলম্বে জেলা শহরে স্থানান্তর করে শিক্ষার্থীদের শঙ্কা দ‚র করার দাবি জানাই। নতুবা সেখানে কোনো অঘটন ঘটলে দায় বিশ্ববিদ্যালয়কে নিতে হবে। জেলা সদর তথা শহরে বিভিন্ন স্থাপনা বাদ দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শান্তিগঞ্জের গ্রাম এলাকার বিভিন্ন বাসাবাড়ি ভাড়া করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা করে দিচ্ছেন। যা শিক্ষার্থীদের জন্য অমানবিক।

তিনি আরও বলেন, আমরা জেনেছি বাসাবাড়ি-স্থাপনা ভাড়া নিতে গিয়ে সরকারের অতিরিক্ত টাকা ব্যয় দেখানো হচ্ছে এবং অর্থের নয়-ছয় করা হচ্ছে। বর্তমান ভিসি ও তার প্রশাসন আর্থিক অনিয়মে জড়িত। এ ঘটনার তদন্ত দাবির পাশাপাশি শিক্ষার্থীদের আবাসন অসুবিধা লাঘবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) দ্রুত হস্তক্ষেপ কামনা করছি। 

বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসিকে আমরা আগের ফ্যাসিবাদীর সিন্ডিকেট বাতিল করে নতুন সিন্ডিকেট গঠন করে আন্দোলনে সক্রিয় সিনিয়র সিটিজেন তথা মেধাবী ও প্রাজ্ঞজনকে সিন্ডিকেট মেম্বারের তালিকা করে কর্তৃপক্ষ বরাবর পাঠাতে অনুরোধ করেছিলাম। কিন্তু ভিসি তড়িগড়ি করে নিজের আজ্ঞাবহদের সিন্ডিকেট মেম্বার করার অপতৎপরতা শুরু করে দিয়েছেন। ভিসি ফ্যাসিবাদীদের পরামর্শ নিয়ে এই কাজটি করছেন।’ 

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, জেলা সদরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস করার আন্দোলন সমগ্র জেলাবাসীর আন্দোলন। ফ্যাসিবাদের দোসর ভিসি ড. মো. নিজাম উদ্দিনকে প্রত্যাহার করে সিলেটের কৃতি সন্তানদের মধ্য থেকে নতুন ভিসি নিয়োগ করতে হবে। জেলার স্থায়ী বাসিন্দাদের যোগ্যতার ভিত্তিতে কর্মকর্তা ও তৃতীয় এবং চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে অগ্রাধিকার দিতে হবে। ডিঙি নৌকার আদলে বিশ্ববিদ্যালয় উদ্ভট লোগো বাতিল করে সুনামগঞ্জের ঐতিহ্য ও শিক্ষার তাৎপর্যপূর্ণ নতুন লোগো করতে হবে।

তবে বিশ্ববিদ্যালয়ের ভিসি (ভাইস চ্যান্সেলর) ড. মো. নিজাম উদ্দিন সকল অভিযোগ ভিত্তিহীন দাবি করে বলেন, আমি একটাও বাসা-বাড়ি ভাড়া নেইনি। আমি যোগদানের অনেক আগেই এসব বাসা-বাড়ি ভাড়া নেওয়া হয়েছে। আব্দুল মজিদ কলেজ ও সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের বাড়ি শুধুমাত্র বিদ্যুৎ বিল পরিশোধ করে বিনা ভাড়ায় ব্যবহার করা হচ্ছে। টেক্সটাইল ইনস্টিটিউটসহ যেসব বাড়ির ভাড়া প্রদান করা হচ্ছে সেগুলো নিয়ম-নীতি মেনেই প্রদান করা হচ্ছে। যেসব বাড়ি ভাড়া নেওয়া হয়েছে, সেগুলোর ভাড়া কম দেওয়া হচ্ছে।

সিন্ডিকেটের বিষয়ে তিনি বলেন, আমি কারও নাম সুপারিশ করিনি। অর্ডিনেন্স অনুযায়ী সিন্ডিকেট হলো একটি চলমান প্রক্রিয়া, যাদের মেয়াদ চলে গেছে নতুন সদস্যের জন্য চিঠি পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের সদস্য সচিবকে কয়েকজনের নাম দেওয়ার জন্য বলেছিলাম, কিন্তু তিনি নাম পাঠাননি। সিন্ডিকেট সদস্যের কয়েকটি ক্যাটাগরি আছে। ইউজিসি থেকে একজন ও অর্থ মন্ত্রণালয় থেকে একজনের নাম দিয়েছে। আমি তাদের নাম প্রস্তাব করিনি। নাম দেওয়ার অধিকার আমাদের নেই, আমরা শুধু অনুরোধ করব। শিক্ষাবিদ ও ব্যবসায়ী ক্যাটাগরির জন্য আমরা নাম পাঠাব, এখনও পাঠাইনি। 

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |