আরটিভিতে সংবাদ প্রকাশের একদিন পর ভাঙা হলো কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ভাটা। এতে হুমকির মুখে পড়ে জনজীবন। বিষয়টি আরটিভিতে ২১ এপ্রিল ‘প্রতিদিন কয়েক হাজার মণ কাঠ পুড়িয়ে তৈরি করা হচ্ছে কয়লা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে প্রশাসনের। এরপর শুরু হয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান।
বুধবার (২৩ এপ্রিল) দুপরে নড়াইল সদরের বাধাল গ্রামে ৪টি চিমনীর একটি ভাটা গুড়িয়ে দেয় ভ্রাম্যমাণ আদালত। এ সময় পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মালেক।
সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস দল সঙ্গে নিয়ে চলা ঐ ভ্রাম্যমাণ আদালতে কয়লা তৈরির ভাটাকে ১ লাখ টাকা এবং তিহাম ব্রিকসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়, একইসঙ্গে তিহাম ব্রিকসকে ভেঙে ফেলতে এক সপ্তাহ সময় দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় কুমার ঘোষ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় কুমার ঘোষ জানান, হাইকোর্টের নির্দেশ মোতাবেক পরিবেশ ছাড়পত্র ছাড়া ইটের ভাটা ধ্বংস করার প্রক্রিয়া চলমান রয়েছে, এছাড়া হাজার হাজার মন কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ভাটা সম্পূর্ণ অবৈধ। জেলার সবগুলি কয়লা ভাটা অপসারণ করা হবে বলে জানান তিনি।
আরটিভি/এএএ