ঢাকাসোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

সাভারে কুড়িয়ে পাওয়া শিশুকে নিয়ে বিপাকে কামরুন নাহার

সাভার প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ , ১১:২৯ পিএম


loading/img
ছবি: আরটিভি

সাভারে কুড়িয়ে পাওয়া শিশুকে নিয়ে বিপাকে পড়েছেন অসহায় বৃদ্ধা কামরুন্নাহার (৭০)। একে তো কুড়িয়ে পাওয়া শিশু, তার ওপর নানাবিধ রোগে জর্জরিত, যা নিয়ে ভোগান্তির শেষ নেই তার। শিশুটিকে বাঁচাতে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন আর্থিক সহায়তা।

বিজ্ঞাপন

শিশুটিকে বাঁচাতে তিনি ছুটে চলেছেন হাসপাতালের দ্বারে দ্বারে। এরই মধ্যে বিক্রি করেছেন স্বর্ণের গহনা, করেছেন ঋণও। কিন্তু এটি পর্যাপ্ত নয়। স্থানীয় এনাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ শিশুটির প্রাথমিক চিকিৎসার দায়িত্ব নিলেও তাকে বাঁচাতে প্রয়োজন উন্নত চিকিৎসা। 

গত ২০ ফেব্রুয়ারি থানা ঘাট বংশী নদীর তীরে রাস্তার পাশের ময়লার ভাগাড়ের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় নড়াচড়ার শব্দ শুনে এগিয়ে যেতেই চোখে আসে ফুটফুটে কন্যা শিশু। দেখে মনে হচ্ছিল কয়েক ঘণ্টা আগে ভূমিষ্ঠ, ঘণ্টা খানেক আগে হয়তো নিষ্ঠুর কোনো আপনজন তাকে ফেলে রেখে চলে গেছে। পরে বৃদ্ধা কামরুন্নাহার শিশুটিকে উদ্ধার করেন। স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়ে নিজেই দায়িত্ব নেন শিশুটির।

বিজ্ঞাপন

তবে অসুস্থ কন্যা শিশু সেতু জন্মগত-ভাবে ওজন কম, আরলি বেবি, জীনগত সমস্যা এবং হার্ট ফুটো ডিজিজে আক্রান্ত হওয়ায় বিভিন্ন হাসপাতাল ঘুরে এখন রয়েছে এনাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন।

বৃদ্ধা কামরুন্নাহার ও তার মেয়ে জানান, নিজস্ব গহনা বিক্রি, হাতে থাকা অর্থ দিয়ে শিশুটির চিকিৎসা করিয়ে এখন তারা ঋণগ্রস্ত। হার্টের ফুটোর উন্নত চিকিৎসা করা তার সামর্থ্যের বাইরে। শিশুটির উন্নত চিকিৎসা ও ভরণপোষণের জন্য কামরুন্নানাহার ও তার মেয়ে চাইলেন সকলের সহযোগিতা।

এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের শিশু বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শাহীন আক্তার বলেন, শিশুটির জীনগত সমস্যা ছাড়াও শ্বাস কষ্ট, হার্টের ফুটোসহ বহুবিদ সমস্যা রয়েছে। আইসিইউর চিকিৎসা শেষে কিছুটা ভালো হওয়ায় শিশুটিকে বেডে দেয়া হয়েছে। এনাম মেডিকেল অন্যান্য চিকিৎসা দিতে সক্ষম হলেও শিশুটি হার্টে যে ফুটো দেখা গেছে তার জন্য অন্যত্র উন্নত চিকিৎসা জরুরী।  

বিজ্ঞাপন

শিশুটিকে ফ্রি চিকিৎসা সেবা দেয়া ছাড়াও শিশুটিকে বাঁচাতে হার্টে যে ফুটোর চিকিৎসা জরুরী তার জন্য উন্নত চিকিৎসা অন্যত্র দেবার জন্যও চেষ্টা চালাচ্ছেন বলে জানান এনাম মেডিকেল কর্তৃপক্ষ।

এদিকে অসহায় শিশুটিকে বাঁচাতে এবং উন্নত চিকিৎসার সহায়তায় শিশুটিকে দেখতে আসেন ঢাকা জেলার বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলমসহ বিভিন্ন নেতাকর্মীরা।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জিয়াউর রহমান জিয়া, সাংবাদিক আহসান উল্লাহ, তৌকির আহমেদ সহ অনেকেই।

তারা বলেন, নিষ্ঠুর জন্মদাতা পিতা-মাতা শিশুটিকে নির্মমভাবে ফেলে দিলেও সকলের সহযোগিতায় শিশু সেতু পাবে সু-চিকিৎসা। শিশুটি বেঁচে উঠবে, এমনটাই প্রত্যাশা আমাদের সকলের। 

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |