দিনাজপুরের নবাবগঞ্জে পুকুরের পানিতে ডুবে সিনহা খাতুন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের দিঘিরত্না গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিনহা খাতুন দিঘিরত্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুশ্রেণির ছাত্রী ও দিঘিরত্না গ্রামের সুজন মিয়ার মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন।
তিনি বলেন, সকালে সিনহা বাড়ির উঠানে সমবয়সী তিনটি শিশুর একসঙ্গে খেলা করছিল। খেলার একপর্যায়ে সিনহা পুকুরে পড়ে গেলে তার সাথে থাকা অন্য শিশুরা বাড়িতে খবর দিলে সিনহাকে উদ্ধার করে দলারদর্গা কে এইচ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশু সিনহা খাতুনকে মৃত ঘোষণা করে।
আরটিভি/এএএ