ঢাকাসোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

সমন্বয়কদের বিতর্কিত ভূমিকা তাদের অর্জনকে ম্লান করেছে: আবু হানিফ 

কিশোরগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ , ১১:১০ পিএম


loading/img
ছবি: আরটিভি

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সমন্বয়করা। কিন্তু ৫ আগস্টের পরবর্তী সময়ে তারা বিভিন্ন জায়গায় তদবির, টেন্ডার বাণিজ্যসহ নানা বিতর্কিত কাজে যুক্ত হয়ে জুলাই আন্দোলনে তাদের অর্জনকে ম্লান করেছে। সমন্বয়ক পরিচয়ে সচিবালয়ে ডিসি নিয়োগের বিতর্কে জড়ান তানভীর নামে এক সমন্বয়ক। সেই তানভীর আবার এনসিটিবির ৪০০ কোটি টাকার দুর্নীতির সাথেও সম্পৃক্ত হন। এই তানভীর এনসিপির নেতা। তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, সরকারের উচিত তাকে আটক করে জিজ্ঞাবাদ করা, তাকে জিজ্ঞাবাদ করলে অনেক রাঘববোয়ালদের নাম বেরিয়ে আসবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে গণহত্যার বিচার, আওয়ামী লীগ ও তাদের দোসরদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ করিমগঞ্জ উপজেলা। করিমগঞ্জ কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করিমগঞ্জ মধ্যবাজার ঘুরে উপজেলা ডাক বিভাগের অফিসের সামনে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

আবু হানিফ বলেন, জুলাই আন্দোলনে আওয়ামী লীগ ও তার দোসররা দেশে গণহত্যা চালিয়েছে। তাদের বিচারের ক্ষেত্রে সরকারের অনীহা দেখা যাচ্ছে। জুলাই গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধের ক্ষেত্রে সরকার কে আরও জোরালো ভূমিকা পালন করতে হবে। যারাই আওয়ামী লীগ ও তাদের দোসরদের পুনর্বাসন করবে তাদেরকেই রুখে দিতে হবে। এই অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান কাজ গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আওয়ামী লীগ জুলাইয়ে যে গণহত্যা চালিয়েছে ভবিষ্যতে সুযোগ পেলে এরচেয়ে ভয়ংকর গণহত্যা চালাবে। গণহত্যাকারী আওয়ামী লীগ ও তাদের দোসররা বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না, সে জন্য দেশবাসীকে সজাগ থাকতে হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, কিশোরগঞ্জ বাংলাদেশে অন্যতম কৃষি প্রধান জেলা। এখানকার মানুষের বেশির ভাগই কৃষক। হাওর এলাকায় বোরো আবাদ বেশি হয়। এখন ভরা মৌসুমে ধানের পর্যাপ্ত মূল্য না পেয়ে কৃষকরা হতাশ। ধান উৎপাদনের যে খরচ সেই তুলনায় ধানের দাম কম হওয়ায় লোকসান হওয়ার আশঙ্কা বেশি। তাই সরকারের উচিত ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করা। সরকারের উদ্যোগে কৃষকের কাছ থেকে ধান ক্রয় করা। এখানে যেন মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট করতে না পারে সেটা নিশ্চিত করতে হবে। 

জেলা গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম আহবায়ক শফিকুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার,  জেলা গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক অভি চৌধুরী, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সোহাগ মিয়া, করিমগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক অধ্যক্ষ সামসুল আলম, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আনাস মিয়া, করিমগঞ্জ পৌর ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব সালাউদ্দিন আইউবী প্রমুখ।

আরটিভি/এএএ-টি  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |