বরিশালে ছাগল হত্যার ঘটনায় কৃষক দলের এক নেতার বিরুদ্ধে মামলা করেছেন এক দিনমজুর। রোববার সন্ধ্যায় ছাগলের মালিক দিনমজুর সবুজ হাওলাদার বাদী হয়ে এ মামলা করেন।
সোমবার (২৮ এপ্রিল) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া।
জানা যায়, রোববার বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের মধ্য কাণ্ডপাশা গ্রামে পাট খেত নষ্ট করার অভিযোগে ছাগলটিকে পিটিয়ে হত্যা করে ঝুলিয়ে রাখার ঘটনা ঘটে। অভিযুক্ত আবু কাজী গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতির দায়িত্ব পালন করছেন।
ক্ষোভ প্রকাশ করে দিনমজুর সবুজ হাওলাদার বলেন, আমার পালিত ছাগলটি ঘাস খাওয়ানোর জন্য কৃষক দল নেতার বাড়ির পাশের পাট খেতের কাছে একটি অনাবাদি জমিতে চড়িয়ে ছিলাম। পরে ওইদিন বিকেলে ছাগলটি আনতে গিয়ে তা আর খুঁজে পাইনি। পরে অনেক খোঁজাখুজির একপর্যায়ে আবু কাজীর পাট খেতের পাশের বট গাছের সঙ্গে মৃত অবস্থায় ছাগলটি ঝোলানো দেখতে পাই।
পাট খেত নষ্ট করেছে এমন অভিযোগে কৃষক দল নেতা আমার ছাগলটি মেরে ফেলেছেন।
সবুজ হাওলাদার আরও বলেন, ঘটনাটি নিয়ে আমাদের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে আবু কাজী আমাকে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য বিভিন্ন ধরনের হুমকি দেন। পরে কোনো উপায় না পেয়ে ওইদিন সন্ধ্যায় মৃত ছাগলটি নিয়ে থানায় হাজির হই এবং মামলা করি।
যদিও অভিযুক্ত আবু কাজী বলেন, সবুজ হাওলাদার আমার নামে মিথ্যাচার করে থানায় মামলা করেছেন। কে বা কারা ছাগলটি মেরে ঝুলিয়ে রেখেছে তা আমি জানি না।
গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি খুবই মর্মান্তিক। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরটিভি/এমকে-টি