কুড়িগ্রামের উলিপুরে শিয়াল মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। ওই কৃষকের নাম আব্দুল হাকিম (৫৯)।
বুধবার (৩০ এপ্রিল) সকালে পৌরশহরের নারিকেলবাড়ি সন্যাসীরতলা এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন উলিপুর থানার ওসি জিল্লুর রহমান।
নিহত আব্দুল হাকিম ওই এলাকার নুরুল হকের ছেলে।
স্থানীয়রা জানান, আব্দুল হাকিম বাড়ির পাশে আট শতক জমিতে পাট চাষ করেছেন। সম্প্রতি ওই পাটখেতে শিয়ালের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় পাট গাছ ভেঙে ফেলছে। শিয়ালের হাত থেকে পাট গাছ রক্ষা করতে পাটখেতে বৈদ্যুতিক ফাঁদ তৈরি করেন তিনি। বুধবার সকালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করেই পাটখেত দেখতে গেলে ভুলবশত আব্দুল হাকিম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জমিতেই পড়ে থাকেন।
পরে সকাল ৯টায় স্থানীয় এক বাসিন্দা ঘাস কাটতে গিয়ে তাকে পড়ে থাকতে দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উলিপুর থানার ওসি জিল্লুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এমকে