পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল চিকিৎসকের

বরিশাল প্রতিনিধি, আরটিভি নিউজ 

রোববার, ০৪ মে ২০২৫ , ০৩:৫৩ পিএম


পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল চিকিৎসকের

বরিশালের গৌরনদীতে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে শরিফুজ্জামান মাহিন নামে এক চিকিৎসক নিহত হয়েছেন। 

বিজ্ঞাপন

রোববার (৪ মে) সকালে গুরুতর আহত অবস্থায় ঢাকা নেওয়ার পথে মারা যান তিনি।

নিহত শরিফুজ্জামান মাহিন গৌরনদী পৌরসভার আশোকাঠী গ্রামের সৈয়দ শাহ আলমের ছেলে। তিনি মুগদা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করে একটি প্রাইভেট ক্লিনিকে প্র্যাকটিস করতেন। এ ছাড়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মুগদা মেডিকেল কলেজ শাখার সাবেক সভাপতি ছিলেন।

বিজ্ঞাপন

নিহতের স্বজনরা জানান, শনিবার দুপুরে ভুরঘাটা একটি ক্লিনিকে রোগী দেখে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন মাহিন। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের বার্থী এলাকায় পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সকালে মারা যান মাহিন।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পিকআপভ্যান ও মোটরসাইকেল থানায় আটক রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

আরটিভি/এএএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission