জামিনে মুক্তি পেয়ে ৬ বিএনপি নেতাকর্মীকে কোপাল যুবলীগ নেতা

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৬ মে ২০২৫ , ০১:০০ এএম


জামিনে মুক্তি পেয়ে ৬ বিএনপি নেতাকর্মীকে কোপাল যুবলীগ নেতা
অভিযুক্ত যুবলীগ নেতার নাম আলআমিন। ছবি: সংগৃহীত

জামিনে মুক্তি পেয়ে বরিশাল মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়কসহ ৬ বিএনপি নেতাকর্মীকে কুপিয়ে গুরুতর জখম করেছেন যুবলীগ নেতা আলআমিন। 

বিজ্ঞাপন

বরিশালে মাদক বাণিজ্যে বাঁধা দেওয়ায় রোববার (৪ মে) গভীর রাতে নগরীর স্টেডিয়াম কলোনীতে এ ঘটনা ঘটে। আহতরা বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এর আগে, ২০২৪ সালে ৪ সেপ্টেম্বর নগরীর স্টেডিয়াম কলোনি এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিএনপির নেতাকর্মীদের কুপিয়েছিলেন আলআমিন। সেই ঘটনায় কারাগারে গেলেও জামিনে মুক্তি পেয়ে আবারও একই ঘটনা ঘটালেন তিনি।

বিজ্ঞাপন

অভিযুক্ত যুবলীগ নেতা আলআমিন বরিশাল নগরীর চাঁদমারি এলাকার করিম হাওলাদারের ছেলে ও ১১ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য।

অন্যদিকে, আহতরা হলেন- বরিশাল মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ফেরদাউস হাওলাদার, ১১ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক আসলাম, বিএনপি নেতা রেজাউল করিম রাজা, কর্মী শাহিন, কাওসার ও রাজিব খান।

স্বৈরাচারী সরকার পালিয়ে গেলেও স্টেডিয়াম কলোনীতে জনসাধারণ সন্ত্রাসী আলআমিন বাহিনীর অত্যাচার এখনও অতিষ্ঠ বলে জানিয়ে আহত আসলামের ভাই আবদুর রহিম বলেন, আলআমিন গত ১৭ বছর যাবত ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মজিবর রহমানের ক্যাডার হিসেবে পরিচিত ছিলেন। এখনও এলাকার জমি দখল, মাদক বাণিজ্য সবই চলে আলআমিনের নিয়ন্ত্রণে। তাই মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় ৬ জনকে কুপিয়ে আহত করা হয়েছে। আহতদের চিকিৎসা শেষে মামলা করবেন বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান কালবেলাকে জানান, কোপানোর ঘটনায় অভিযোগ পেলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন অপরাধে আলআমিনের বিরুদ্ধে ডজনখানেক মামলা চলমান রয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission