দরজা ভেঙে বাড়ির লোকদের অস্ত্রের মুখে জিম্মি, এরপর যা ঘটল 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ , ০৫:৪৮ পিএম


দরজা ভেঙে বাড়ির লোকদের অস্ত্রের মুখে জিম্মি, এরপর যা ঘটল 
ছবি: আরটিভি

ময়মনসিংহের ভালুকায় একটি সংঘবদ্ধ ডাকাতদল ঘরের দরজা ভেঙে বাড়ির লোকদের অস্ত্রের মুখে জিম্মি করে ও পরিবারের লোকজন দের বেঁধে রেখে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। 

বিজ্ঞাপন

বুধবার (৭ মে) রাতে উপজেলার কাচিনা পশ্চিমপাড়া গ্রামের মাওলানা আবুল কালাম আজাদের বাড়িতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে মুখোশধারী ১৫ থেকে ১৬ জনের একদল ডাকাত রাস্তায় পিকআপ দাঁড় করে মাওলানা আবুল কালাম আজাদের বাড়িতে হানা দিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। প্রথমে ডাকাতদল ঘরে থাকা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে তাদের দড়ি দিয়ে বেঁধে ফেলে। পরে ঘরে থাকা দুই লাখ ২৯ হাজার টাকা ও পাঁচভরি স্বর্ণালঙ্কার নিয়ে নিরাপদে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে ভালুকা মডেল থানার পুলিশ।

বিজ্ঞাপন

বাড়ির মালিক মাওলানা আবুল কালাম আজাদের ছেলে শফিকুল ইসলাম জানান, রাতে খামারের গরুর খাবার দিয়ে দরজার সিটকানি না লাগিয়ে ঘরে যান। এ সময় তার ঘরে ৮-৯ জন ডাকাত হানা দেয় এবং আরও বেশ কিছু লোক বাড়ির চারপাশে অবস্থান করে। এ সময় তাকেসহ পরিবারের অন্যান্য সদস্যদের বেঁধে ফেলে এবং তার ঘর থেকে নগদ টাকা ও তার ভাই ইঞ্জিনিয়ার মামুনের ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে মাছের খাদ্য কেনার জন্য রাখা ২ লাখ ২৯ হাজার টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনার পরপরই থানায় খবর দেওয়া হলেও ঘটনাস্থলে পুলিশ আসেন বৃহস্পতিবার দুপুরে। এই ঘটনায় তিনি থানায় মামলা করবেন বলে জানান। 

ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) গোবিন্দ দাস জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এএএ/এস

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission