আখাউড়ায় বজ্রপাতে দুজনের মৃত্যু

আখাউড়া প্রতিনিধি, আরটিভি নিউজ 

রোববার, ১১ মে ২০২৫ , ০৭:১৪ পিএম


আখাউড়ায় বজ্রপাতে দুজনের মৃত্যু
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের পৃথক স্থানে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

রোববার (১১ মে) দুপুর ও বিকেলে রুটি এবং বনগজ এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, রুটি গ্রামের শেখ সেলিম মিয়া (৬০) এবং বনগজ এলাকার জমির খান (২২)।

বিজ্ঞাপন

জানা যায়, প্রথম ঘটনাটি ঘটে বিকেল ৩টার দিকে। নিহত শেখ সেলিম মিয়া রুটি উত্তর পাড়া শেখ বাড়ির বাসিন্দা এবং পেশায় কৃষক ছিলেন। তিনি নিজ জমিতে ধান কাটার পর খড় শুকিয়ে গুছিয়ে রাখার সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

তার ছেলে রুবেল শেখ বলেন, বাবা প্রতিদিনের মতো মাঠে কাজ করছিলেন। হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হলে আমরা ভেবেছিলাম তিনি ঘরে ফিরবেন। কিছুক্ষণ পর জানতে পারি, বজ্রপাতে তিনি মারা গেছেন।

ধরখার ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য শাহিনুর বেগম ঘটনাস্থলে গিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

একই দিনে দুপুরে ধরখার ইউনিয়নের বনগজ এলাকায় বজ্রপাতের আরেকটি বজ্রপাতের ঘটনায় মারা যান মো. জমির খান (২২)। তিনি স্থানীয় মদন খানের ছেলে। ঘটনার সময় জমির খান গরু চড়াচ্ছিলেন বলে জানা গেছে। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission