ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

কাঁকরোল খেতে কাজ করছিলেন কৃষক, বজ্রপাতে মৃত্যু

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

সোমবার, ১২ মে ২০২৫ , ০২:৫২ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালীতে কাঁকরোল খেতে কাজ করার সময় বজ্রপাতে মোহাম্মদ ফিরোজ (৩৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

সোমবার (১২ মে) সকাল ৯টায় উপজেলার শীলকূপ ইউনিয়নের পূর্ব শীলকূপ ক্ষেতখোলায় এ ঘটনা ঘটে।  

নিহত মোহাম্মদ ফিরোজ পূর্ব শীলকূপ ইসমাইল সিকদার পাড়া এলাকার মৃত মো. এয়াকুবের ছেলে।  

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, সকালে পূর্ব শীলকূপ খেতখোলায় মোহাম্মদ ফিরোজ তার নিজের কাঁকরোল খেতে ফুলে পরাগায়নে কাজ করছিল। সকাল ৯টার দিকে বৃষ্টিপাতের পূর্বেই হঠাৎ বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতে ওই কৃষক ঘটনাস্থলে মারা যান। ফিরোজ তিন ছেলে সন্তানের জনক। 

শীলকূপ ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান রাশেদ নূরী বলেন, বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে। তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। 

বাঁশখালী থানার ওসি (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, শীলকূপ ইউনিয়নে বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর খবর পেয়েছি। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা করা হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |