গত কয়েকদিন থেকে চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাওয়া তীব্র তাপদাহ রূপ নিয়েছে মাঝারি তাপদাহে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৩ মে) বিকেল ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৪৩ শতাংশ। এর আগে টানা চারদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এ জেলায়।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা কমেছে ৩ ডিগ্রি সেলসিয়াস। তীব্র তাপদাহ রূপ নিয়েছে মাঝারি তাপদাহে। তবে, বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
বিজ্ঞাপন
আরটিভি/এএএ