দেশে পল্লী চিকিৎসক গঠন করেছিলেন জিয়াউর রহমান: টুকু 

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ 

মঙ্গলবার, ১৩ মে ২০২৫ , ০৬:৪১ পিএম


দেশে পল্লী চিকিৎসক গঠন করেছিলেন জিয়াউর রহমান: টুকু 
ছবি: আরটিভি

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, চীন থেকে প্রশিক্ষক এনে দেশের ২৭ হাজার পল্লী চিকিৎসককে প্রশিক্ষণ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। গ্রাম-গঞ্জে প্রান্তিক পর্যায়ে জনগণ যাতে চিকিৎসা সেবা পায় সে জন্য এ পল্লী চিকিৎসক গঠন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৩ মে) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন টাঙ্গাইল জেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান জাতীর সামনে ৩১ দফা প্রস্তাব করেছেন। সেই ৩১ দফায় পল্লী চিকিৎসকের কথা বলা হয়েছে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া প্রান্তিক মানুষের উন্নয়নের জন্য অনেক পদক্ষেপ গ্রহণ করেছেন। এ দেশের আদর্শের জন্য মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও পরবর্তীতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কাজ করেছেন। 

বিজ্ঞাপন

টুকু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুর্ভিক্ষ-কবলিত বাংলাদেশ থেকে আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তুলেছিলেন। বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। এই দেশের মানুষকে গণতন্ত্র দিয়েছিলেন। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৯ বছর সংগ্রাম করে সংসদীয় গণতন্ত্র দিয়েছেন। সেই সংসদীয় গণতন্ত্র একটি ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছে। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। মানুষ এ মুহূর্তে তাদের অধিকার চায় ভোটের অধিকার চায়। বিগত বছরগুলোতে মানুষ ভোট দিতে পারেনি। মানুষ এখন ভোট দিয়ে তাদের পছন্দমতো সরকার গঠন করতে চায়। 

সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি এসএম মারুফ হোসাইন, সদস্য সচিব মো. রহমত আলী, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিকসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। 

আরটিভি/এএএ  

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission