ঢাকাবৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

বাংলাদেশি ৩ জেলেকে ছেড়ে দিলো আরাকান আর্মি

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৩ মে ২০২৫ , ১০:৪২ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে ধরে নিয়ে যাওয়ার একদিন পর তিন বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় টেকনাফ-২ বিজিবির প্রচেষ্টায় তাদেরকে টেকনাফে ফেরত আনা হয়।

ফিরে আসা জেলেরা হলেন— টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা গ্রামের আব্দু রশিদের ছেলে মোহাম্মদ ছিদ্দিক (২২), একই গ্রামের মোহাম্মদ নুরের ছেলে রবিউল আলম (২৩) এবং হোসেন আহমেদের ছেলে মোহাম্মদ হোসেন (২৫)।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।

তিনি বলেন, নাফ নদী থেকে আটক হওয়ার পর বিজিবি তাদের ফেরত আনতে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে। অবশেষে মঙ্গলবার জেলেদের ফেরত আনতে সক্ষম হয়। এসব জেলেদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সেই সঙ্গে জেলেদের মাছ শিকারের সময় জলসীমা অতিক্রম না করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে সোমবার দুপুরের দিকে হ্নীলার লেদা অংশের নাফ নদীতে মাছ শিকার করতে গেলে ওই তিন জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায় আরাকান আর্মি। এ সময় তাদের গুলিতে দুই জেলে আহতও হয়।

বিজ্ঞাপন
Advertisement

আরটিভি/এফএ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |