ঢাকাবৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২

বগুড়ায় বেঙ্গল মোবাইলের রিটেইলার মিট অনুষ্ঠিত 

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ১৬ মে ২০২৫ , ০৮:০২ পিএম


loading/img
ছবি: আরটিভি

বগুড়ায় অনুষ্ঠিত হলো বেঙ্গল মোবাইল রিটেইলার মিট-২০২৫। শুক্রবার (১৬ মে) দেশীয় মোবাইল প্রযুক্তি খাতে অন্যতম ‘লিনেক্স ইলেকট্রনিক্স বাংলাদেশ লিমিটেড’ এর জনপ্রিয় মোবাইল ব্র্যান্ড ‘বেঙ্গল’ বগুড়া জেলার স্বনামধন্য পরিবেশক শ্রাবণী ইলেকট্রনিক্স এর উদ্যোগে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। 

বিজ্ঞাপন

বগুড়া শহরের মোমো ইন হোটেল অ্যান্ড রিসোর্টে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বেঙ্গল মোবাইলের আড়ম্বরপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এ অনুষ্ঠান। জমকালো এই অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন শ্রাবণী ইলেকট্রনিক্সের পরিচালক প্রণব কুমার সরকার।

শ্রাবণী ইলেকট্রনিক্স এর সুনিপুণ আয়োজন ও ব্যবস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল সেলস ম্যানেজার ইকরামুজ্জামান খান। দিনব্যাপী  এই অনুষ্ঠানে বগুড়া জেলার বিপুল সংখ্যক বেঙ্গল মোবাইলের রিটেইলার অংশগ্রহণ করেন। ন্যাশনাল সেলস ম্যানেজার ইকরামুজ্জামান খান রিটেইলারদের কাছে স্থানীয় ও জাতীয় পর্যায়ে খুচরা ব্যবসায়ীদের মধ্যকার পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি আরও তুলে ধরেন প্রতিষ্ঠানের নতুন উদ্ভাবনী পণ্য, প্রযুক্তিনির্ভর সেবা এবং রিটেল পার্টনারদের জন্য যুগোপযোগী ব্যবসায়িক পরিকল্পনা। তিনি আরও বলেন, বর্তমান বেঙ্গল মোবাইল সমৃদ্ধির ধারায় আরও একধাপ এগিয়ে। সারাদেশে গ্রাহকদের সেবা নিশ্চিত করতে বেঙ্গল মোবাইলের সার্ভিস সেন্টার বৃদ্ধি পেয়ে আজ ২৩টি সার্ভিস সেন্টার ও ৪০টি কালেকশন পয়েন্টে উন্নতি হয়েছে। 

বিজ্ঞাপন

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল মোবাইলের ডেপুটি সেলস ম্যানেজার জনাব রাসেল মাহমুদ। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিনেক্স মোবাইলের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দিনব্যাপী এই অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা উপভোগ করেন প্রোডাক্ট প্রেজেন্টেশন, ব্যবসায়িক সেশন, নেটওয়ার্কিং ও আকর্ষণীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে বেস্ট রিটেইলার এবং বেস্ট ডি এস আরদের ক্রেস্ট প্রদান করা হয়েছে। শেষে র‌্যাফেল ড্র এবং স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

আরটিভি/এমকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |