‎‘দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব সমুন্নত রাখতে প্রয়োজন জাতীয় ঐক্য’

আরটিভি নিউজ

শুক্রবার, ১৬ মে ২০২৫ , ১১:৪৬ পিএম


‎‘দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব সমুন্নত রাখতে প্রয়োজন জাতীয় ঐক্য’
সভায় বক্তব্য রাখছেন মাওলানা আব্দুল হালিম। ছবি: সংগৃহীত

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব সমুন্নত রাখতে জাতীয় ঐক্য প্রয়োজন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

বিজ্ঞাপন

‎শুক্রবার (১৬ মে) আল্লামা সাইদী ফাউন্ডেশন সভাকক্ষে পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর ইউনিয়ন ও পৌরসভার দায়িত্বশীলদের শিক্ষাশিবির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মাওলানা আব্দুল হালিম বলেন, কিছু কিছু দল মনে করে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে বিধর্মীদের স্বার্থ রক্ষা হবে না, এটা তাদের ভুল ধারণা। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনে করে এদেশে সংখ্যাগুরু সংখ্যালঘু বলতে কিছু নেই। সবাই এ দেশের নাগরিক। জামায়াতে ইসলামী অন্য কোনো ধর্মের ওপর জুলুম করে না বরং তারা সংখ্যালঘুদের নিরাপত্তা দিয়েছে। জামায়াতে ইসলামী সম্প্রীতির সমাজ চায়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বাংলাদেশের ১৮ কোটি মানুষকে যদি নিরাপত্তা দিতে হয়, যদি স্বাধীনতা-সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে হয়, তাহলে আমাদের সকলের প্রয়োজন হচ্ছে জাতীয় ঐক্য। বিভাজন-বিভক্তির রাজনীতি নয়। গত ৫৩ বছরে আমরা দেখেছি আওয়ামী লীগ ও তাদের দোসর পর্যায়ের যেসব দল আছে তারা মৌলবাদ, ধর্মান্ধতা, জঙ্গি এ জাতীয় কিছু তকমা দিয়ে এ দেশের ইসলাম প্রিয় জনতা, আলেম-ওলামা এবং ইসলামী শক্তিকে রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড় করানোর অপচেষ্টা চালিয়েছে। এতে সমাজ ও রাষ্ট্রের ক্ষতি হয়েছে। আর তারাই এখন পালিয়ে রয়েছে।

‎পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রব, জেলা সহকারি সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, সদর উপজেলা আমির মাওলানা সিদ্দিকুর রহমান প্রমুখ।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission