পুলিশের চুরি যাওয়া অস্ত্র-গুলি ঢাকা থেকে উদ্ধার, আটক ২

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

শনিবার, ১৭ মে ২০২৫ , ০৪:২৪ এএম


পুলিশের চুরি যাওয়া অস্ত্র-গুলি ঢাকা থেকে উদ্ধার, আটক ২
ছবি: আরটিভি

চাঁদপুরের ফরিদগঞ্জ থানায় কর্মরত এসআই এর চুরি হওয়া সরকারি অস্ত্র-গুলি ১০ দিন পর শুক্রবার ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত দুই জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো সুমন (৩৫) ও রুবেল খানকে (৩৬)। 

বিজ্ঞাপন

পুলিশ জানায় এই ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি ও চাঁদপুর জেলা পুলিশের ডিবি এবং ফরিদগঞ্জ থানা যৌথ অভিযান পরিচালনা করে শাহআলী থানা পুলিশের সহযোগিতায় ঢাকার শাহআলী থানা এলাকা থেকে অস্ত্র চোর সুমনকে (৩৫) আটক করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে বরগুনা জেলার বেতাগী থানা পুলিশের সহযোগিতায় বেতাগী থেকে অস্ত্র ক্রেতা রুবেল খানকে (৩৬) আটক করা হয়। পরবর্তীতে তাদের দেয়া তথ্য মতে যৌথ অভিযান পরিচালনা করে চুরি যাওয়া অস্ত্র-গুলি ঢাকা থেকে উদ্ধার করা হয়।

গত ৪ মে দিবাকালীন ডিউটি শেষে পুলিশের এস আই রাতে ফরিদগঞ্জ থানা সংলগ্ন ভাড়া বাসায় ফেরেন। নিজ নামীয় সরকারি পিস্তল এবং গুলি ইউনিফর্মের বেল্টে লাগানো অবস্থায় একটি ট্রলি ব্যাগে রেখে বাসায় রাত্রিযাপন করেন। পরদিন ৫ মে সকালে তিনি থানায় আসেন। একই দিন বিকাল আনুমানিক ৪টার দিকে বাসায় ফিরে দেখতে পান, রুমের দরজার তালা ভাঙা, ঘরের জিনিসপত্র এলোমেলো এবং ট্রলি ব্যাগ খুলে দেখেন অস্ত্র ও গুলি চুরি হয়ে গেছে। চুরি হওয়া মালামাল গুলো হলো সরকারি একটি পিস্তল, দু’টি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি। 

বিজ্ঞাপন

এদিকে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে এস আই মো. রাকিব উদ্দিনকে ক্লোজড করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

চুরি হওয়ার পর ঘটনার শিকার এসআই মো. রাকিব উদ্দিন বলেন, ৫ মে ঘটনার দিন দুপুরে তিনি বাসা থেকে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। বিকেলে বাসায় ফিরে দরজা খোলা ও আসবাবপত্র এলোমেলো দেখতে পান। বাসার বিতরে একটি ব্রিফকেসে থাকা সরকারি পিস্তল, দুইটি ম্যাগাজিনসহ ১৬ রাউন্ড গুলি এবং নগদ ১০ হাজার টাকা নিয়ে গেছে চোরের দল। 

বিষয়টি নিশ্চিত করেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহ আলম।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission