দেশের শুল্ক স্টেশন এবং স্থলবন্দর দিয়ে বাংলাদেশি কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধায় এর খুব বেশি প্রভাব পড়ছে না বলে জানিয়েছেন বন্দর সংশ্লিষ্ট রপ্তানিকারক এবং শ্রমিকরা।
সোমবার (১৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা ল্যান্ড পোর্ট লিমিটেডের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ।
সংশ্লিষ্টরা জানান, এ বন্দর দিয়ে কিছু প্লাস্টিক পণ্য আপাতত রপ্তানি হচ্ছে না। রোববার এসব প্লাস্টিকের পণ্যবাহী কয়েকটি ট্রাক বন্দর থেকে ফেরত গেছে। অন্যদিকে ঝুট কাপড়ের ওপর নিষেধাজ্ঞা না থাকার কারণে এ পণ্যের রপ্তানি অব্যাহত রয়েছে। মূলত এ বন্দর দিয়ে এ দুটি পণ্যই ভারতে রপ্তানি করা হয়।
এ দিকে এই বন্দর দিয়ে নেপাল ও ভূটানের সঙ্গেও আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে।
রপ্তানিকারক আব্দুল্লাহ আল মামুন বলেন, এ বন্দর দিয়ে খুব বেশি পণ্য ভারতে রপ্তানি হয়না। তাই নিষেধাজ্ঞার প্রভাব খুব বেশি এখানে পড়ছে না।
বাংলাবান্ধা ল্যান্ড পোর্ট লিমিটেডের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ বলেন, কাঁচামাল জাতীয় পণ্য রপ্তানি স্বাভাবিক রয়েছে। পলিস্টার কটন রেকস বা ঝুট রোববারও রপ্তানি হয়েছে। শুধুমাত্র ফিনিস গুডসের ওপর নিষেধাজ্ঞা আছে। এগুলো এ বন্দর দিয়ে রপ্তানি হয়না।
আরটিভি/এমকে-টি