সবজি ব্যবসায়ীকে হত্যা, ৬ জনের মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২০ মে ২০২৫ , ০২:২৫ পিএম


সবজি ব্যবসায়ীকে হত্যা, ৬ জনের মৃত্যুদণ্ড
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে সবজি ব্যবসায়ী নাজমুল ইসলাম হত্যা মামলায় ছয় জনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়াও অনাদায়ে আরও এক মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে তাদের।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২০ মে) বেলা ১১টায় এ রায় দেন সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম. আলী আহমেদ।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পেশকার মনোয়ার হোসেন।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্তরা হলেন—গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার হায়দার আলীর ছেলে খাজা মিয়া, মোহাম্মদ বসু, মৃত ময়েজ উদ্দিনের ছেলে এনামুল, মৃত মজিবর সেখের ছেলে মোজাহিদ, আব্দুর রহমানের ছেলে সাইদুল ইসলাম ও সাঘাটা থানার নজরুল ইসলামের ছেলে মিলন সরকার।

মামলা সূত্রে জানা যায়, নাজমুল ইসলাম নওগাঁর চকগৌরী হাট থেকে সবজি কিনে ঢাকার বাইপাইল আড়তে বিক্রি করতেন। ২০১৭ সালের ১০ আগস্ট দুপুর আড়াইটার দিকে ট্রাকভর্তি সবজি নিয়ে রওনা হন। পরদিন রাত ১২টার দিকে একটি নম্বর থেকে জানানো হয় নাজমুলকে গাজীপুরের চন্দ্রা থেকে অপহরণ করা হয়েছে। তার মুক্তি পেতে ৫০ হাজার টাকা লাগবে। ১২ তারিখ সকাল ৭টায় স্ত্রী রাবেয়ার নম্বরে একটি বিকাশ নম্বর পাঠানো হয়। এর কিছুক্ষণ পর তিনি জানতে পারেন সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকার বগুড়া মহাসড়কের রুপসী বাংলা খাবার হোটেলের পাশে তার স্বামীর মরদেহ পড়ে আছে। পরে সলঙ্গা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় নাজমুলের বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত শেষে সাতজনের বিরুদ্ধে চার্জ গঠন করে। দীর্ঘ শুনানি শেষে আজ এই রায় ঘোষণা করেন আদালত।

এ বিষয়ে আদালতের পেশকার মনোয়ার হোসেন বলেন, মামলা চলাকালে সাইফুল ইসলাম নামে এক আসামির মৃত্যু হওয়ায় তাকে অব্যাহতি দিয়েছেন আদালত। মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ আদালত এ আদেশ দেন। মোট আসামি ছিলেন ৭ জন। দণ্ডপ্রাপ্ত আসামিরা পলাতক রয়েছেন।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission