ঢাকাসোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

নরসিংদীতে রেলের জমি থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ 

সোমবার, ২৬ মে ২০২৫ , ১০:৫৯ পিএম


loading/img
ছবি: আরটিভি

নরসিংদী সদর উপজেলায় রেলওয়ের জায়গায় গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেল কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

সোমবার (২৬ মে) দুপুরে নরসিংদী রেলস্টেশনের পাশের আরশীনগর লেভেলক্রসিং থেকে হাজীপুর গেটবাজার রেলগেট এলাকায় এ অভিযান চালানো হয়।

এ সময় ভেকু দিয়ে রেলের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা প্রায় শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। 

বিজ্ঞাপন

অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা নাসির উদ্দিন মাহমুদ। এ সময় নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমসহ পুলিশ সদস্যরা সহায়তা করেন।

বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা নাসির উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে রেলওয়ের জায়গা দখল করে বেশ কিছু দোকানপাট ও স্থাপনা গড়ে তোলা হয়। গত ১৫ আগস্ট জারি করা গণবিজ্ঞপ্তিতে বলা হয় রেলওয়ের পাশে অবৈধভাবে গড়ে উঠা সকল স্থাপনা সরিয়ে নিতে। একাধিকবার নোটিশ, মাইকিংসহ সব প্রক্রিয়া শেষ হওয়ায় চার দিনের অভিযান পরিচালিত হচ্ছে। পুরোপুরি রেলওয়ের সরকারি সম্পত্তি দখল মুক্ত করতে এই অভিযান চলমান থাকবে। 

স্থানীয় ভুক্তভোগীরা বলেন, সরকারি সম্পত্তিতে ছোট ছোট দোকান নির্মাণ করে জীবিকা নির্বাহ করছিলেন তারা। দোকানপাট সরিয়ে নিতে সময় দিলে অন্তত সরিয়ে নেওয়া যেত।

বিজ্ঞাপন

আরটিভি/এমএ

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |