রাজবাড়ীর কালুখালি ব্রিজের ওপর ট্রাকচাপায় বারেক মন্ডল (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বিজ্ঞাপন
শুক্রবার (৩০ মে) দুপুরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালি ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি রাজবাড়ী সদরের দয়ালনগর গ্রামের মৃত তোরাব আলী মন্ডলের ছেলে।
বিজ্ঞাপন
এ বিষয়ে পাংশা হাইওয়ে থানার ওসি শাহাদাত হোসেন বলেন, শুক্রবার দুপুরে কালুখালি ব্রিজের ওপর দিয়ে বারেক মন্ডল পাংশা থেকে ফেরার পথে পেছন থেকে অজ্ঞাত ট্রাকচাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে খবর পেয়ে পাংশা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
আরটিভি/এমকে