ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

ভিজিডির ৬০৩ বস্তা চাল জব্দ

আরটিভি নিউজ

শনিবার, ৩১ মে ২০২৫ , ১০:০৭ এএম


loading/img
ছবি: সংগৃহীত

জামালপুরের ইসলামপুরে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারি ভিজিডির ৬০৩ বস্তা চাল অবৈধভাবে মজুত করার অভিযোগে তা জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৩০ মে) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল অভিযান চালিয়ে এসব চাল জব্দ করে।

সেনাবাহিনীর দায়িত্বে থাকা ক্যাপ্টেন আহসান সেরনিয়াবাতের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে স্থানীয় চাউল ব্যবসায়ী মো. আজগর আলী ও আনোয়ার হোসেনের বাড়ি থেকে ভিজিডি কার্ডের সীলযুক্ত ৬০৩ বস্তা চাল উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত চাল মজুতকারীরা পালিয়ে যায়। অভিযানে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রেজোয়ান ইফতেকার।

জব্দকৃত চাল ইসলামপুর থানা পুলিশের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ।

আরটিভি/এফএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |