ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

বৈষম্যবিরোধী নেত্রীর ওপর হামলার ঘটনায় ওসিকে ‘স্ট্যান্ড রিলিজ’

আরটিভি নিউজ

শনিবার, ৩১ মে ২০২৫ , ১০:৪৮ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ফরিদপুরে নগরকান্দায় বৈশাখী ইসলাম বর্ষা নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেত্রীর ওপর হামলার ঘটনায় নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলীকে তাৎক্ষণিকভাবে বদলি (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৩১ মে) দুপুরে নগরকান্দা থানা থেকে ফরিদপুর পুলিশ লাইনসে যোগদান করেছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত থানায় ওসি হিসেবে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।

বিজ্ঞাপন

এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. শামসুল আজম বলেন, প্রশাসনিক কারণে নগরকান্দা থানা থেকে ওসি সফর আলীকে সরিয়ে ফরিদপুর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। শনিবার ফরিদপুরের পুলিশ সুপার এ আদেশ দিয়েছেন।

সফর আলী ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর নগরকান্দা থানার ওসি হিসেবে যোগদান করেন।

এর আগে, শুক্রবার (৩০ মে) বিকেলে নগরকান্দা উপজেলার ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্যসচিব বৈশাখী ইসলাম বর্ষা ও তার বাবা বাবু শেখের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে কয়েক ঘণ্টা বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কর্মী ও সমর্থকরা।

বিজ্ঞাপন

আরটিভি/এসএইচএম-টি

বিজ্ঞাপন

 

 

 

 

 

 

 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |