ঢাকাশুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

চাঁদপুরে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

রোববার, ০১ জুন ২০২৫ , ০৫:১৫ এএম


loading/img
ছবি: সংগৃহীত

চাঁদপুরে বজ্রপাতের আঘাতে মো. তামিম হোসেন আলিফ (১২) নামে স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

শনিবার (৩১ মে) মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের নয়ানগর গ্রামে নয়ানগর বিলে কারেন্ট জাল দিয়ে মাছ ধরতে গিয়ে স্কুলছাত্র আলিফ এ দুর্ঘটনার শিকার হয়।

আলিফ নয়ানগর গ্রামের মিজি বাড়ির কবির মিজির ছেলে এবং মোহনপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

বিজ্ঞাপন

নিহতের বাবা কবির মিজি বলেন, দুপুরে নিজেদের মুদি দোকান বন্ধ করে নয়ানগর বিলে কারেন্ট জাল দিয়ে আলিফ মাছ শিকার করতে যায়। ওই সময় বজ্রপাতের শিকার হয়ে পানিতে ভাসতে দেখে স্থানীয়রা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে এখলাছপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মফিজুল ইসলাম মুন্না ঢালী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা নিহত আলিফের বাড়িতে গিয়ে তার পরিবারের খোঁজ খবর নেন এবং সান্ত্বনা দেন।

এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই ছাত্রের আনুমানিক বয়স ১২ বছর হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |