কুড়িগ্রামের উলিপুরে ট্রেনে কাটা পড়ে সাবেক এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। নিহত ওই বিজিবি সদস্যের নাম মোস্তাফিজার রহমান মজনু (৬৫)। রোববার বিকেলে উপজেলার গাবেরতল এলাকায় এ ঘটনা ঘটে।
সোমবার (২ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান।
মোস্তাফিজার রহমান মজনু উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নের মাদারটারি এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে।
স্থানীয়া বাসিন্দারা জানান, বিকেল ৩টার দিকে পার্বতীপুরগামী একটি লোকাল ট্রেন উলিপুর রেলস্টেশন ছেড়ে গাবেরতল এলাকায় পৌঁছালে সেখানে কাটা পড়ে মোস্তাফিজার রহমানের মৃত্যু হয়। ট্রেন আসার আগে থেকে তিনি লাইনের ওপর বসেছিলেন। তার হাতে ওষুধের প্রেসক্রিপশন ছিল।
নিহতের ছোট ভাই মিজানুর রহমান জানান, ৯ বছর চাকরি করে তার ভাই অবসরে চলে আসেন। এরপর থেকে মানসিক সমস্যায় ভুগছিলেন তিনি। গত সপ্তাহে তার ভাইকে ডাক্তার দেখানো হয়। সকালে হাতে প্রেসক্রিপশন নিয়ে বাড়ি থেকে বের হন। বিকেল ৩টার দিকে খবর আসে তার ভাই ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।
লালমনিরহাট রেলওয়ে থানার ডিউটি অফিসার আলতাব হোসেন বলেন, ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে উলিপুর থানার ওসি জিল্লুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।
আরটিভি/এমকে