অসহায়দের পাশে থাকার আশ্বাস টাঙ্গাইল জেলা প্রশাসকের

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৩ জুন ২০২৫ , ১২:৩৭ পিএম


অসহায়দের পাশে থাকার আশ্বাস টাঙ্গাইল জেলা প্রশাসকের
ছবি: আরটিভি

গাবসারার দুর্গম চরাঞ্চলের অসহায় মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ, ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হাইজিন কর্ণারের উদ্বোধন, জামান শিশু পার্ক উদ্বোধন, খাল খনন কর্মসূচিসহ টাঙ্গাইলের ভূঞাপুরে দিনভর নানা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। 

বিজ্ঞাপন

তিনি সোমবার (২ জুন) সকাল সাড়ে ১০টায় গোবিন্দাসী নৌঘাট থেকে স্পিডযোগে পুংলীপাড়া নৌঘাটে গিয়ে নামেন। সেখান থেকে ঘোড়ার গাড়িতে গাবসারা দাখিল মাদরাসায় পৌঁছান। বেলা ১১টায় মাদরাসা প্রাঙ্গণে চরাঞ্চলের ১৫০ জন দরিদ্র ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক শরীফা হক। 

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আব্দুল্লাহ খান, সহকারী কমিশনার (ভূমি), জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. কামরুজ্জামান, ভূঞাপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেনসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন। 

বিজ্ঞাপন

দুপুর পৌনে ১টার দিকে জেলা প্রশাসক ভূঞাপুর পৌরসভার জামান শিশুপার্কের কাজের উদ্বোধন করেন। দুপুর ১ টার দিকে ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে যান তিনি। সেখানে বিদ্যালয়ে ছাত্রীদের জন্য হাইজিন কর্ণারের উদ্বোধন করেন। হাইজিন কর্নারে একটি সুসজ্জিত ওয়াল কেবিনেটের বিভিন্ন শেলফে কিশোরীদের মাসিকের সময় ব্যবহারের জন্য স্যানিটারি প্যাড, টিস্যু এবং হ্যান্ড স্যানিটাইজার রাখা আছে। কেবিনেটের চারপাশে সচেতনামূলক শ্লোগান রয়েছে। স্কুল চলাকালীন যখনই স্যানিটারি প্যাডের প্রয়োজন হবে তখনই হাইজিন কর্নারে গিয়ে প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী হাতের নাগালে পাবে।

সেখানে উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শরীফা হক। মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আব্দুল্লাহ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট গোলাম মোস্তফা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান তরফদার বাবুসহ আরও অনেকেই। 

এ দিকে মধ্যাহ্ন ভোজের পর বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা অডিটোরিয়ামে মহিলাদের স্যালাই মেশিন বিতরণ কার্যক্রমে অংশ নেন। এ সময় ২৭ জনের মাঝে স্যালাই মেশিন বিতরণ করেন তিনি। এ ছাড়াও দুঃস্থ অসহায়দের মাঝে চেক বিতরণ করেন তিনি।

বিজ্ঞাপন

পরে বিকেল সাড়ে ৪টার দিকে পৌর এলাকার শিয়ালকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। বিকেল পৌনে ৫টায় শিয়ালকোল খাল খনন কর্মসূচিতে অংশ নেন জেলা প্রশাসক শরীফা হক। 

বিজ্ঞাপন

এ বিষয়ে জেলা প্রশাসক শরীফা হক বলেন, অবহেলিত অঞ্চলের মানুষদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে সব ধরনের সহযোগিতা প্রধান করা হবে। এরই ধারাবাহিকতায় গাবসারার দুর্গম চরাঞ্চলে ঈদ সামগ্রী বিতরণ করা হলো। 

যে কোন কাজে ভূঞাপুরবাসীর পাশে থাকার আশ্বাস দেন জেলা প্রশাসক। 

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission