ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

হঠাৎ পদ্মায় পানি বৃদ্ধি, দৌলতদিয়া ফেরিঘাট বন্ধ

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০৪ জুন ২০২৫ , ০৩:৪৯ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

হঠাৎ পদ্মা নদীতে পানি বৃদ্ধির কারণে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের র‍্যামে পানি উঠে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ঘাটটি সাময়িক বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিআইডব্লিউটিএ। 

বিজ্ঞাপন

বুধবার (৪ জুন) সকাল ৮টা থেকে ৭ নম্বর ঘাট দিয়ে যানবাহন পারাপার বন্ধ করে দেওয়া হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহা ব্যবস্থাপক (এজিএম) মো. সালাউদ্দিন।

বিজ্ঞাপন

জানা যায়, ইতোমধ্যেই ঘাটটি সংস্কারের কাজ শুরু করেছে বিআইডব্লিউটিএ। তারা ঘাটটি লো থেকে মিড ওয়াটার লেভেলে ওঠানোর কাজ করছে। বিকেলের মধ্যে ঘাটটি চালু হওয়ার আশ্বাস দিয়েছেন বিআইডব্লিউটিএ কর্মকর্তা। তবে বর্তমানে যাত্রী ও যানবাহন পারাপারে চালু রয়েছে ৩, ৪ ও ৭ নম্বর ঘাট। হঠাৎ করেই পদ্মা নদীর পানি বৃদ্ধিতে দৌলতিদিয়ার ৭ নম্বর ঘাটের র‌্যাম তলিয়ে যাওয়ায় সকাল ৮টা থেকে ঘাটটি বন্ধ হয়ে যায়। পরে যানবাহন পারাপারে ঘাটটি চলাচলের উপযোগী করতে ওপরে তোলার কাজ শুরু করে বিআইডব্লিউটিএ।

বিআইডব্লিউটিএর কর্মকর্তারা বলছেন, ৭ নম্বর ঘাটটি বন্ধের পর থেকেই ঘাটটি সচল করতে তারা কাজ শুরু করেছেন। গত রাতে নদীতে প্রায় ৫০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। ৭ নম্বর ঘাটটি বিকেলের মধ্যে চালু হতে পারে। এ ছাড়া ৩ নম্বর ঘাটটি ভালো আছে এবং ৪ নম্বর ঘাটটি লো থেকে মিড ওয়াটারে তোলার পরিকল্পনা আছে।

এ বিষয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহা ব্যবস্থাপক (এজিএম) মো. সালাউদ্দিন বলেন, হঠাৎ পদ্মায় পানি বেড়ে যাওয়ায় ৭ নম্বর ফেরিঘাটের র‌্যাম তলিয়ে সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে ঘাটটি চালু করতে সকাল থেকে মেরামতের কাজ চলছে। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আশা করছি বিকেলের মধ্যে ঘাটটি সচল হয়ে যাবে। ৭ নম্বর ঘাটটি বন্ধ থাকলেও ঘাট এলাকায় নেই যানজট ও ভোগান্তি। ৩ ও ৪ নম্বর ঘাট দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার স্বাভাবিক রয়েছে। বর্তমানে নৌরুটে ১৭টি ফেরি চলাচল করছে।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |