ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

নড়াইলে ডোবায় পড়ে দুই ভাইয়ের মৃত্যু

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ  

বুধবার, ০৪ জুন ২০২৫ , ০৫:০০ পিএম


loading/img
ছবি: আরটিভি

নড়াইলের কালিয়ায় বাড়ির পাশের ডোবায় পড়ে রাহাদ শেখ ও রিহান শেখ নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই। 

বিজ্ঞাপন

বুধবার (৪ জুন) সকাল ১০টার দিকে উপজেলার আটলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত শিশুরা হলো উপজেলার আটলিয়া গ্রামের সৌদি প্রবাসী শিমুল শেখের ছেলে রাহাদ শেখ এবং শিমুলের ছোট ভাই রিয়াজ শেখের ছেলে রিহান শেখ।

বিজ্ঞাপন

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে খাওয়া-দাওয়া শেষে শিশু দু'জনের মা ও চাচি গৃহস্থালি কাজে ব্যস্ত ছিলেন। এ সময় তারা বাড়ির উঠানে খেলছিল। কিছু সময় পর বাড়ির উঠানে তাদের দেখতে না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে ১০টার দিকে বাড়ির দক্ষিণপাশে উঠানের সঙ্গেই লাগোয়া ডোবায় তাদের পড়ে থাকতে দেখেন। পরে উদ্ধার করে তাদেরকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

নিতদের দাদা শফি শেখ কাঁদতে কাঁদতে বলেন, সকাল ৯টার পর আমি বাড়ি থেকে বের হয়েছি। ১০টার দিকে এক প্রতিবেশী ফোন দিয়ে জানায় দ্রুত বাড়ি আসো। এসে দেখি আমার দুই ভাই পানিতে ডুবে মারা গেছে। আমার ঘর খালি হয়ে গেল।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে। 

বিজ্ঞাপন

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |