চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় শিউলি আক্তার শিল্পী নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।
বুধবার (৪ জুন) ভোরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে তাকে উদ্ধার করে সন্দ্বীপ মেডিকেল সেন্টারে নেওয়া হয়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত শিউলি আক্তর উপজেলার রহমতপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও মশিউর রহমান বেলালের স্ত্রী।
জানা গেছে, শিউলী আকতার ভোরে অজু করতে ঘরের বাইরে এলে কয়েকজন দুর্বৃত্ত তার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। চিৎকার শুনে ছেলে বাইরে এসে কান্নাকাটি করে। প্রতিবেশীরা এসে ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল আলম চৌধুরী বলেন, শিল্পী ফজরের নামাজের জন্য ওজু করতে ঘর থেকে বের হয়েছিলেন। তার ঘরের কিছু দূরেই কলঘর। সেখান থেকে ওজু করে ফেরার পথে কয়েকজন মিলে তার গলায় ছুরি চালিয়ে তাকে সেখানে ফেলে চলে যায়। তিনি আরও বলেন, এ সময় চিৎকার চেঁচামেচি শুনে তার দেবরের স্ত্রী ও ছেলে বের হয়ে আসে।
তিনি তাদের বলছিলেন চার-পাঁচজন মিলে তাকে জবাই করে চলে গেছে। এর পরেই তার কথা বলা বন্ধ হয়ে যায়। সকাল ৭টার দিকে শিল্পীকে চট্টগ্রাম আনা হয়েছে। কারা কেন এই হামলা করেছে বুঝতে পারছি না। বাড়ি ঢুকে স্ত্রীর ওপর হামলা করার মত শত্রুতা কারও সঙ্গে ছিল না বলে জানান তার পরিবার।
আরটিভি/এএএ