ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

শ্যালিকার কাঁচির আঘাতে দুলাভাই খুন, যা জানা গেল

লালমনিরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫ , ০৬:০৫ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

লালমনিরহাটের কালীগঞ্জে পারিবারিক কলহের জেরে শ্যালিকার কাঁচির আঘাতে দুলাভাই খুন হয়েছেন। পরকীয়ার সন্দেহ থেকেই এ ঘটনা ঘটেছে বলে দাবি করেছে পুলিশ ও স্থানীয়রা।

বিজ্ঞাপন

বুধবার (৪ জুন) সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলার মদাতি ইউনিয়নের হাজরানীয়া (সদরপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত দুলু মিয়া (৩৫) ওই গ্রামের শওকত আলীর ছেলে। অভিযুক্ত শ্যালিকা চাঁদনী বেগম চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী। তিনি ও নিহতের স্ত্রী মনি বেগম একই এলাকার মোকছেদুর রহমানের মেয়ে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ঘটনার দিন সন্ধ্যায় দুলু মিয়া বাড়ি ফিরে তার স্ত্রী মনি বেগমকে মোবাইলে কারও সঙ্গে কথা বলতে দেখেন। বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে শ্যালিকা চাঁদনী বেগম উত্তেজিত হয়ে হাতে থাকা কাপড় কাটার কাঁচি দিয়ে দুলু মিয়ার গলা ও ঘাড়ে আঘাত করেন।

বিজ্ঞাপন

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বৃহস্পতিবার (৫ জুন) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনার পর থেকেই চাঁদনী ও তার বড় বোন মনি বেগম পলাতক রয়েছেন।

বিজ্ঞাপন

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, ঘটনার পর থেকে অভিযুক্তদের ধরতে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরটিভি/এএএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |