ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

মহেশপুরে যৌথ বাহিনীর অভিযান, আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫ , ০৮:৩৩ পিএম


loading/img
ছবি: আরটিভি

ঝিনাইদহের মহেশপুরে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়স্ত্র, দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ জুয়েল রানা (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ জুন) ভোরে গয়েশপুর গ্রামে এ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত জুয়েল রানা উপজেলার যাদবপুর ইউনিয়নের গয়েশপুর গ্রামের প্রবাসী জসীম উদ্দীনের ছেলে।

বিজ্ঞাপন

অভিযানে তার কাছ থেকে একটি ভারতীয় তৈরি আরজি ফোরটিন মডেলের রিভলবার, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, একটি পিস্তলের কভার, তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, দুটি হাসুয়া ও একটি দা উদ্ধার করা হয়।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী গয়েশপুর গ্রামে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে জুয়েল রানাকে গ্রেপ্তার করা হয়। পরে তার বাড়ি তল্লাশি করে এসব অস্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয়।

গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |