চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার মোট ১১৩ কিলোমিটার সীমান্তের নিরাপত্তা রক্ষা ও আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সীমান্ত এলাকায় গরু চোরাচালান ও কোরবানির পশুর চামড়া পাচার এবং পুশইন রোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৬ জুন) বেলা ১১টায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে বিজিবির পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল নাজমুল হাসান এসব তথ্য জানান। ব্রিফিংয়ে এ সময় অতিরিক্ত পরিচালক মেজর আসিফ আহমদ ও কোম্পানি কমান্ডার সুবেদার এনামুল হোসেন উপস্থিত ছিলেন।
লেফটেন্যান্ট কর্ণেল নাজমুল হাসান বলেন, দেশীয় খামারিরা যাতে ন্যায্যমূল্য পান এবং ক্ষতিরমুখে না পড়েন, সেজন্য পার্শ্ববর্তী দেশ থেকে কোনোভাবেই গরু অবৈধভাবে দেশে প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করতে সীমান্তে টহল, নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম বহু গুণে জোরদার করা হয়েছে। একই সঙ্গে ঈদের পর পশুর চামড়া পাচারের আশঙ্কা মাথায় রেখে সীমান্তে নজরদারি ও চেকপোস্ট ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে। সেই সঙ্গে পুশইন প্রতিরোধে বিজিবি কঠোর নজরদারি ও টহল তৎপরতা চালিয়ে যাচ্ছে।
আরটিভি/এএএ