ঢাকাশুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

পদ্মা সেতুতে ১৬ ঘণ্টায় যত টোল আদায়

আরটিভি নিউজ

শুক্রবার, ০৬ জুন ২০২৫ , ০৬:০৮ পিএম


loading/img
ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পদ্মা সেতুতে যানবাহন চলাচল বেড়েছে। গত ১৬ ঘণ্টায় সেতু দিয়ে ২৮ হাজার ৫২১টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৩ লাখ ৮১ হাজার ৫০ টাকা। 

বিজ্ঞাপন

শুক্রবার (৬ জুন) বিকেলে পদ্মা সেতুর সাইড অফিসার আবু সাঈদ এ তথ্য জানান। 

তিনি বলেন, বৃহস্পতিবার রাত ১২টা হতে শুক্রবার (৬ জুন) বিকেল চারটা পর্যন্ত পদ্মা সেতু দিয়ে পারাপার হওয়া যানবাহনের মধ্যে মাওয়া প্রান্ত দিয়ে ১৯ হাজার ২৪৯টি এবং জাজিরা প্রান্ত দিয়ে ৯ হাজার ২৭২টি পরিবহন অতিক্রম করেছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৩ লাখ ৮১ হাজার ৫০ টাকা। 

বিজ্ঞাপন

এর আগে, গত বুধবার দিনগত রাত ১২টার পর থেকে বৃহস্পতিবার দিনগত রাত ১২টার পর্যন্ত পদ্মা সেতু দিয়ে ৫২ হাজার ৪৮৭টি যানবাহন পারাপার হয়েছে। এতে রেকর্ড পরিমাণ টোল আদায় করা হয়েছে ৫ কোটি ৪৩ লাখ ২৮ হাজার ১০০ টাকা।

প্রসঙ্গত, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন হয়। ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা বহুমুখী সেতু উদ্বোধনের পর থেকে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ২১ জেলা ও দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |