ঢাকাশুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

আরটিভি নিউজ

শনিবার, ০৭ জুন ২০২৫ , ০৬:৫৪ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে আকাশ হাওলাদার (৩৩) নামে এক যুবক নিহত ও আরও একজন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার (৭ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে শ্রীনগর উপজেলার কেয়টখালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন দিয়ে একটি মোটরসাইকেল মাওয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। আর অপর মোটরসাইকেলটি ঢাকা থেকে মাওয়ার দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন। আহত জসিমউদ্দীন বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

বিজ্ঞাপন

শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ দেওয়ান আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

আরটিভি/আইএম/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |