ঈদের রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় জিয়া উদ্দিন সুমন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুই মোটরসাইকেল আরোহী।
শনিবার (৭ জুন) রাতে মহাসড়কের সোনাইছড়ি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় গেটের সামনে এ ঘটনা ঘটে।
নিহত জিয়াউদ্দিন সুমন উপজেলার বড়কুমিরা বেল্লার বাড়ি এলাকার সালে আহমেদের ছেলে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা আনুমানিক পৌনে ৮টার দিকে জিয়াউদ্দিন সুমন বাইসাইকেল চালিয়ে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় গেটের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেইন অতিক্রম করছিলেন।
এ সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা দিলে তিনি ছিটকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত দুই মোটরসাইকেল আরোহীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
আরটিভি/এফএ/এআর