ঢাকাবৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

ছাত্রলীগ নেতা ‘টয়লেট নাঈম’কে পুলিশে দিল ছাত্রদল

আরটিভি নিউজ

রোববার, ০৮ জুন ২০২৫ , ০৫:২৮ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ছাত্রলীগের নেতা নাঈম ওরফে ‘টয়লেট নাঈম’কে প্রকাশ্যে পেয়ে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে ছাত্রদলের এক নেতা।

বিজ্ঞাপন

শনিবার (৭ জুন) সন্ধ্যা ৬টার দিকে পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী সরকারি হাবিবুল্লাহ স্কুল এলাকায় ঘোরাঘুরি করছিলেন নাঈম। এ সময় উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সুমন শরীফের নেতৃত্বে ছাত্র-জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।  

আটক নাঈম হোসেন উপজেলার লেবুখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মরহুম দেলোয়ার সরদারের ছেলে। তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

বিজ্ঞাপন

দুমকি উপজেলা ছাত্রদল নেতা সুমন শরীফ বলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান হারুন হাওলাদারের ঘনিষ্ঠজন হওয়ায় সে পুরো উপজেলায় নানা অনিয়মে জড়িত ছিল। তার বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও পবিপ্রবি প্রশাসনে প্রভাব বিস্তার, চাকরির দালালি, ঠিকাদারি কাজের পার্সেন্টেজ আদায়, এমনকি টয়লেট বরাদ্দের টাকাও মেরে অনৈতিকভাবে অঢেল অবৈধ অর্থ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। ঈদের দিন শনিবার বিকেলে তাকে স্কুল এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায়। এ সময় তাকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করি। তবে আটকের সময় তিনি শারীরিক হেনস্তার শিকার হয়নি।

ঘটনার সত্যতা স্বীকার করে দুমকি থানার ওসি জাকির হোসেন বলেন, আটক ব্যক্তি বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। অভিযোগ যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |