দুই কন্যাকে  হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা 

কুমিল্লা (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০৯ জুন ২০২৫ , ১২:১৬ পিএম


দুই কন্যাকে  হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা 
ছবি : সংগৃহীত

কুমিল্লার তিতাসে বাক প্রতিবন্ধী দুই কন্যাকে জোরপূর্বক কীটনাশক খাইয়ে হত্যার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন মনু মিয়া নামের বাক প্রতিবন্ধী এক বাবা।

বিজ্ঞাপন

সোমবার (৯ জুন) সকালে তিতাস উপজেলার তুলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটেছে।

মৃতরা হচ্ছে মনিরা (১০) এবং ফাতিহা (৬)। তিতাস থানার ওসি মো. শহিদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিজ্ঞাপন

তিনি জানান, বাবা মনু মিয়া এবং মেয়ে মনিরা ও ফাতিহা তিনজনই প্রতিবন্ধী। 

স্থানীয়রা জানান, মনু মিয়া পরিবারের অসচ্ছলতা অভাব অনটনের কারণেই দুই মেয়েকে নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। দুই মেয়ে মারা গেলেও মনু মিয়াকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাক প্রতিবন্ধী মনু মিয়া দীর্ঘদিন যাবত কোনো কাজ কর্ম করতে পারে না। তার মধ্যে দুই মেয়ে বাক প্রতিবন্ধী। শারীরিক অবস্থা, দরিদ্রতা ও প্রতিবন্ধকতা নিয়ে তার ভেতরে হতাশা কাজ করছিল। এসব কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে। হতাশা থেকেই মনু মিয়া নিজেও বিষপান করেছে এবং মেয়ে দুটিকেও বিষ পান করিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে তাদের পারিবারে কোনো ধরনের কলহ ছিল না বলেই জানিয়েছেন এলাকার লোকজন।

তিতাস উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. সরফরাজ হোসেন খান জানান, সকাল ৮টায় মনু মিয়া এবং তার দুই মেয়েকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই মনিরা ও ফাতিহার মৃত্যু হয়েছে। আমরা পুলিশের কাছে লাশ হস্তান্তর করে দিয়েছি।

বিজ্ঞাপন

তিতাস থানার ওসি মো. শহীদ উল্লাহ বলেন, আমরা দুটি লাশ উদ্ধার করেছি। লাশ ময়নাতদন্ত করা হবে। তাছাড়া বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission