ঢাকারোববার, ২৯ জুন ২০২৫, ১৫ আষাঢ় ১৪৩২

সৈকতে গোসলে নেমে প্রাণ গেল বাবা-ছেলের

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ 

সোমবার, ০৯ জুন ২০২৫ , ০৪:১৪ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলিস্থ সায়মন বিচ পয়েন্টে একসঙ্গে গোসলে নেমে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৯ জুন) দুপুরে দিকে সৈকতের সায়মন বিচ পয়েন্টে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শাহীনুর রহমান (৬০) ও তার ছেলে সিফাত (২০)। তারা রাজশাহী থেকে কক্সবাজার ঘুরতে এসেছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইলিয়াস খান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের উদ্ধারকারী সিসিএফ লাইফগার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত জানান, বাবা-ছেলে একসঙ্গে গোসলে নেমে ভেসে যাচ্ছিলেন। তখন লাইফগার্ডের কর্মীরা দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর তারা অতিরিক্ত রক্ত বমি করে। একপর্যায়ে মৃত্যুবরণ করেন।

মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ওসি ইলিয়াস খান।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |