ঢাকাশনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

ভারতে বাড়ছে করোনা সংক্রমণ, হিলি চেকপোস্টে নেই সতর্কতা

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ 

সোমবার, ০৯ জুন ২০২৫ , ০৭:৪১ পিএম


loading/img
ছবি: আরটিভি

ভারতে নতুন করে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেশে স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক পরতে বলা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে নেই কোনো সতর্কতা। পাসপোর্টধারী যাত্রীরা এই চেকপোস্ট ব্যবহার করে অনায়াসেই ভারত-বাংলাদেশে আসা-যাওয়া করছেন।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা বলছে, মেডিকেল টিম ভারত থেকে আগত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করবে, মাস্ক ব্যবহারসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মানার বিষয়ে পদক্ষেপ নেবে। কোনো যাত্রীর শরীরে তাপমাত্রা বেশি পাওয়া গেলে তাকে নিকটস্থ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করতে হবে। এ ছাড়া স্বাস্থ্যসচেতনতা সম্পর্কে প্রচারণা চালাতে হবে।

 হিলি চেকপোস্টে ভারত থেকে আসা বাংলাদেশি যাত্রী গণেশ চন্দ্র বলেন, ভারতে চিকিৎসা নেওয়ার জন্য দীর্ঘদিন থাকতে হয়েছে। সেখানে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। এ নিয়ে মানুষজনের মধ্যে আতঙ্ক দেখা গেছে। মনে হচ্ছিল চিকিৎসা নিতে এসে করোনায় আক্রান্ত হই কি না। ভয়ে ছিলাম। তবে হিলি চেকপোস্টে আসার পর কোনো মেডিকেল টিম দেখতে পাইনি। আমাকে কেউ কিছু জিজ্ঞেসও করেনি। বিশেষ করে এখন যারা ভারত থেকে আসছে তাদের স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্যবিধি মানা জরুরি বলে তিনি মন্তব্য করেন।
 
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, ভারতে করোনা ভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়েছে। এ ব্যাপারে কর্তৃপক্ষ থেকে কোনো দিকনির্দেশনা এখনও পাইনি। তবে বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে জানিয়েছি।

বিজ্ঞাপন

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইলতুতমিশ আকন্দ বলেন, নির্দেশনা সম্পর্কে জেনেছি। মঙ্গলবার থেকে হিলি চেকপোস্টে মেডিকেল টিম কাজ শুরু করবে।

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |