ইসলামি দলগুলোর একটি ভোট বাক্স থাকবে: মুজিবুর রহমান 

ঈশ্বরদী প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১০ জুন ২০২৫ , ০৩:৪৯ পিএম


ইসলামি দলগুলোর একটি ভোট বাক্স থাকবে: মুজিবুর রহমান 
ছবি: আরটিভি

জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান বলেছেন, আগামী নির্বাচনে ইসলামি দলগুলোকে একত্রে করে সমঝোতার মাধ্যমে একটি ভোট বাক্স রাখার সিদ্ধান্ত নিয়েছে জামায়াতে ইসলামী। সেই সংগ্রাম আমরা চালিয়ে যাচ্ছি। অনেক দূর সফলতা অর্জন হয়েছে। আল্লাহ যদি কবুল করে এইটা হবে ইনশাআল্লাহ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ জুন) দুপুরে ঈশ্বরদীর আলহাজ্ব টেক্সটাইল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মজিবুর রহমান বলেন, স্বাধীনতার ৫৪ বছর ধরে দেশের মানুষ শাসকদের দ্বারা নির্যাতিত হয়েছে। সবাই আশ্বাস দিয়েছে কিন্তু কেউ জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। গণতন্ত্রকে হত্যা ও দাফন দুটিই করেছিলেন শেখ হাসিনা। ২০১৪ সালে বিনাভোট ১৫৩ জন এমপি হোন। ২০১৮ সালের নির্বাচন নিশিরাতের ভোট। পৃথিবীর ইতিহাসে রাতের বেলায় কোথাও ভোট হয়নি। কিন্তু শেখ হাসিনা করেছে। যেসব দলকে সংসদে দেখা হয়েছে জনগণ তাদের এখন আর চায় না।

বিজ্ঞাপন

নেতাকর্মীদের উদ্দেশে সাবেক এ এমপি বলেন, রাসুল (স.) লোকজনকে ঐক্যবদ্ধ করতে বিভিন্ন মেলায় হাটে বাজারে হেঁটে হেঁটে কাজ করেছেন। আপনারাও জনগণকে ঐক্যবদ্ধ করতে নিরলসভাবে কাজ করবেন। গাজায় নির্বিচারে গণহত্যা করা হচ্ছে। মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে। রাসুলের আদর্শ ও কোরআনের আইন চালু করতে হবে। সকল টার্গেট হবে আল্লাহর আইন চালু করা। কোরআনকে জাতীয় সংসদে পাঠাতে হবে। তবেই দেশে শান্তি ফিরে আসবে।

আরটিভি/এফএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission