না ফেরার দেশে চলে গেলেন জুলাইযোদ্ধা ইমরান

কিশোরগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১৪ জুন ২০২৫ , ০৭:১৭ পিএম


চিকিৎসার অভাবে মারা গেলেন জুলাইযোদ্ধা ইমরান
জুলাইযোদ্ধা ইমরান হোসাইন। ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে ঢাকার গাজীপুরে পুলিশের গুলিতে গুরুতর আহত গার্মেন্টসকর্মী ইমরান হোসাইন (৩০) মারা গেছেন। 

বিজ্ঞাপন

শনিবার (১৪ জুন) ভোররাতে গাজীপুরের বাসায় মৃত্যুবরণ করেন তিনি। পরে দুপুর ২টার দিকে জানাজা শেষে কিশোরগঞ্জের পার্শ্ববর্তী ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুসুল্লী ইউনিয়নের চপই মোহনপুর নিজগ্রামের পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

নিহত ইমরান হোসাইন চপই মোহনপুর গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন গার্মেন্টসকর্মী ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুল্লী ইউনিয়নের চপই মোহনপুর গ্রামে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গাজীপুরে পুলিশের গুলিতে আহত হয়েছিলেন গার্মেন্টসকর্মী ইমরান। পরবর্তীতে চিকিৎসার অভাবে শনিবার ভোররাতে গাজীপুরের বাসায় মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন।

এ দিকে জুলাই যোদ্ধা ইমরান হোসেনের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কিশোরগঞ্জে জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক অভি চৌধুরী। 

তিনি বলেন, তার বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুল্লী ইউনিয়নের চপই মোহনপুর গ্রামে হলেও কিশোরগঞ্জ সদর উজেলার একেবারে পাশেই। এভাবে চিকিৎসার অভাবে একজন জুলাইযোদ্ধার মৃত্যু হবে তা এই সময়ে কাম্য নয়। মৃত্যুর সময় বুকে ছররা গুলির স্প্রিন্টার থাকায় প্রচন্ড ব্যাথা ছিল। তার স্ত্রী-সন্তানের পাশে সরকার দাঁড়াবে সেটাই প্রত্যাশা করি।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission