শোডাউনকে কেন্দ্র করে বিএনপি-ছাত্রদল সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৬

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ 

রোববার, ১৫ জুন ২০২৫ , ১১:৩৫ পিএম


শোডাউনকে কেন্দ্র করে বিএনপি-ছাত্রদল সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৬
ছবি: আরটিভি

নরসিংদীর পলাশে শোডাউনকে কেন্দ্র করে জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েল সমর্থক ও পলাশ থানা ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইসমাইল হোসেন (২৬) নামে এক ছাত্রদল কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়াও উভয়পক্ষের সংঘর্ষে ওসিসহ আহত হয়েছেন ৬ জন । 

বিজ্ঞাপন

রোববার (১৫ জুন) সন্ধ্যায় পলাশ বিএডিসি মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ছাত্রদলের কর্মী ইসমাইল হোসেন (২৬) ঘোড়াশাল পৌর এলাকার খানেপুর মহল্লার আব্দুর রহিমের ছেলে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে পলাশ বাসস্ট্যান্ড এলাকা থেকে শোডাউনের উদ্দেশ্যে উপজেলা ছাত্রদলের একটি মিছিল বের করা হয়। মিছিলটি বিএডিসি মোড় এলাকায় গেলে বিপরীত দিক হতে জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েলের নেতৃত্বে তাঁর সমর্থকদের একটি শোডাউনের মুখোমুখি হয়। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হয় উপজেলা ছাত্রদলের কর্মী ইসমাইল হোসেন ও আহত হন বিএনপি নেতা ফজলুল কবির জুয়েলসহ আরও একজন। এ ছাড়া হামলার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এসে আহত হয়েছেন পলাশ থানার ওসি মনির হোসেনসহ আরও দুই পুলিশ সদস্য। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ দিকে খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েল রোববার নির্বাচনী এলাকায় শোডাউন করতে যান। এ সময় ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

নরসিংদী পুলিশ সুপার আব্দুল হান্নান বলেন, আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির একটি অংশ ও ছাত্রদলের মাঝে সংঘর্ষ হয়। এতে থানার ওসি, দুই পুলিশ সদস্যসহ ৬ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission