ঢাকাবৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২

ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি, চলতি পথেই থেমে গেল ট্রেন

রাজশাহী প্রতিনিধি, আরটিভি নিউজ 

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ , ০৯:৪০ এএম


loading/img
ছবি: সংগৃহীত

ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় স্টেশন থেকে যাত্রা করে ৪ কিলোমিটার দূরে গিয়ে থেমে গেছে মধুমতি এক্সপ্রেস ট্রেন। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ জুন) সকাল ৭টায় রাজশাহী নগরীর বুধপাড়া এলাকা ট্রেনটি থেমে যায়। যদিও এ ঘটনার মাত্র ১৫ মিনিট পরে আবার যাত্রা করে মধুমতি। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজশাহী রেলওয়ে স্টেশনের ম্যানেজার শহিদুল ইসলাম।

বিজ্ঞাপন

ট্রেনের যাত্রীরা জানান, মধুমতি এক্সপ্রেস ট্রেনটি সকাল ৬টা ৪০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পথে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে গিয়ে হঠাৎ ট্রেন থেমে যায়। এরপরে লোকমস্টার (ট্রেন চালক) একবার চেষ্টা করে কিছু দূর গিয়ে আবার থেমে যায়। কয়েকবারের চেষ্টায় ট্রেনটি ছেড়ে  যায়। যদিও আবার হরিয়ান স্টেশনে গিয়ে থেমে যায় ট্রেনটি। সেখান থেকে ছেড়ে কিছুদূর গিয়ে আবার থেমে যায়। এরপরে ট্রেন আবার হরিয়ান স্টেশনে ফিরে আসে। এ সময় বনলতা এক্সপ্রেস ট্রেন হরিয়ান স্টেশন পার হওয়ার পরে আবার মধুমতি এক্সপ্রেস ট্রেন ছেড়ে যায়। এ নিয়ে হরিয়ান স্টেশন এলাকায় প্রায় ৪০ মিনিট লেট হয়। 

জানা যায়, মধুমতি এক্সপ্রেস ট্রেনের সমস্যার জন্য বনলতা এক্সপ্রেস ট্রেনটিও ১৮ মিনিট লেট করে ছেড়েছে। 

এ বিষয়ে রাজশাহী রেলওয়ে স্টেশনের ম্যানেজার শহিদুল ইসলাম বলেন, মধুমতি এক্সপ্রেস ট্রেনের হুইল স্লিপ (চাকা স্লিপ) করছিল। বৃষ্টির পানিতে ভিজে থাকার কারণে এমন সমস্যা হয়েছে। এর কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আস্ত আস্তে যাচ্ছিল।

বিজ্ঞাপন

কত মিনিট লেট হয়েছে এমন কথার উত্তরে তিনি বলেন, লেট হয়নি। তবে ধীরে ধীরে যাচ্ছিল ট্রেন। হরিয়ান স্টেশনের রেলওয়ের কর্মীরা ইঞ্জিনের চাকার নিচে বালু দেবে। এরপরে মেরামতের কাজ করবে। এ কারণে রাজশাহী-ঢাকার মধ্যে চলাচল করা বনলতা এক্সপ্রেস ট্রেনটি ১৮ মিনিট দেরিতে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গেছে।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |