ঢাকাবৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২

রাস্তায় গাছ ফেলে ডাকাতির চেষ্টা, এলাকাবাসীর ধাওয়া

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ , ০৯:৫১ এএম


loading/img
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার রানীরহাট-বেড়খালী সড়কে গাছ ফেলে অবরোধ করে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটেছে। সোমবার রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার বেড়খালী এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ জুন) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তাড়াশ থানার ওসি মো. জিয়াউর রহমান। 

স্থানীয় বাসিন্দারা জানান, রাতের আঁধারে রাস্তার ওপর বড় গাছ ফেলে ডাকাতি করার চেষ্টা করছিল একদল ডাকাত। কয়েকজন পথচারী ও কয়েকটি যানবাহন চালক বিষয়টি আঁচ করতে পেরে দ্রুত এলাকাবাসীকে খবর দেয়। পরে আশেপাশের এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে এসে ডাকাতির চেষ্টা নস্যাৎ করে দেয়। এরপর রাস্তা থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা রাত্রিকালীন টহল জোরদারের পাশাপাশি ওই রাস্তায় ল্যাম্পপোস্টের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।
 
এ বিষয়ে তাড়াশ থানার ওসি মো. জিয়াউর রহমান বলেন, ডাকাতির উদ্দেশ্যে সড়কে গাছ ফেলে রাখা হয়েছিল। তবে স্থানীয়দের সচেতনতার কারণে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

বিজ্ঞাপন

দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

আরটিভি/এমকে -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |