ঢাকাবৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২

জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, আটক ২

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ 

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ , ১২:৩৪ পিএম


loading/img
ছবি: আরটিভি

টাঙ্গাইলের মির্জাপুরে জমিতে গাছ লাগানোকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার বাশতৈল ইউনিয়নের হরিদ্রাচালা এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর থানার ওসি রাশেদুল ইসলাম।

নিহত রফিকুল ইসলাম রজব হরিদ্রাচালা এলাকার বাসিন্দা। আটক দুজন হলেন—নিহতের চাচাতো ভাই আয়নাল হক ও তার স্ত্রী সেলিনা। 

বিজ্ঞাপন

নিহতের ভাই শামসুল আলম জানান, সকালে তার ভাইয়ের সঙ্গে চাচাতো ভাই আয়নালের জমিতে গাছ লাগানো নিয়ে কথা-কাটাকাটি হয়। এরপর চাচাতো ভাইয়ের স্ত্রী ও তার লোকজন এসে আমার ভাইয়ের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। এ সময় বাধা দিতে গেলে আমার ওপরও হামলা করে। আহত অবস্থায় আমার ভাইকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মির্জাপুর থানার ওসি রাশেদুল ইসলাম বলেন, হত্যার বিষয়টি জানার সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে স্বামী-স্ত্রীকে আটক করেছি। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/এমকে -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |